যুবকদের প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা প্রশিক্ষণের গুরুত্ব
মোহাম্মদ আলতাফ হোসেন
আমাদের দেশ একটি ঘন বসতিপূর্ণ উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। অন্ন বস্ত্র, বাসস্থানের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। অত্যাধিক জনসংখ্যার ফলে আমাদের দেশে এম.বি.বি.এস ডাক্তারের সংখ্যা অপ্রতুল হওয়ায় গ্রামের হত দরিদ্র জনসাধারণ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান না থাকায় গ্রামের অশিক্ষিত, স্বল্পশিক্ষিত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রে জিনভূতের আছর তাবিজ, বান-টোনা মনে করে চিকিৎসকের স্মরণাপন্ন না হয়ে ওঝা, বৈদ্য কবিরাজের কাছে গিয়ে পড়া পানি, ঝাড়, ফুক অভিশপ্ত দিনানিপাত করতেছে। এ সকল যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা গেলে বেকার জনগোষ্ঠি জন সম্পদে রুপান্তরিত হবে। আমাদের দেশে যেহেতু প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে এখনো আধুনিক চিকিৎসা সেবা সেভাবে পৌঁছায়নি সেহেতু দেশের শিক্ষিত বেকার যুবকদের অভিজ্ঞ এম.বি.বি.এস চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা গেলে একদিকে গ্রামের হত দরিদ্র মানুষের চিকিৎসা সেবার মান কিছুটা হলেও বৃদ্ধি পাবে। অন্যদিকে শিক্ষিত বেকার যুবকেরা কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। এ উদ্দেশ্যে “কমিউনিটি মেডিসিন রিসার্চ এন্ড ইম্প্রুভমেন্ট সোসাইটি” এর উদ্যেগে স্বল্পকালীন পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৮০০০ (আঠারো হাজার) প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করে নিজ নিজ এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসিতেছে। তাদের প্রত্যেকেই একজন সফল পল্লী চিকিৎসক হিসাবে নিজ নিজ এলাকায় দক্ষতার সাথে চিকিৎসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতেছে।
আমাদের ডেডিকেটেড শিক্ষক মন্ডলী

Md Altaf Hossain
Director/Chairman

Dr Muhammad Shahnewaz
MBBS (CU)

Md Asaduzzaman
Office Executive, Cox's Bazar

Dr Jayedul Islam
M.B.B..S(cu), PGT(pediatric)

Md Morshedul Alam
Office Executive, Boalkhali campus

Md Rakibul Islam Sohel
Office Executive Amirabad, Chattogram

Md Sakibul Islam
Office Executive, Chawkbazar Campus, Chattogram

Dr Sanaul Hasan MBBS (CM)
Lecturer Fatickchari campus