নোটিশ
  • আমাদের দেশ ঘন বসতিপূর্ণ উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। গ্রামে এম বি বি এস ডাক্তারের সংখ্যা অপ্রতুল হওয়ায় সাধারণ হতদরিদ্র মানুষ আধুনিক চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা গেলে একদিকে গ্রামের হত দরিদ্র মানুষের চিকিৎসা সেবার মান কিছুটা হলেও বৃদ্ধি পাবে, অন্যদিকে শিক্ষিত বেকার যুবকেরা কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বের হাত থেকে মুক্তি পাবে। এই উদ্দেশ্যে "কমিউনিটি মেডিসিন রিসার্চ এন্ড ইমপ্রুভমেন্ট সোসাইটি" এর উদ্যোগে স্বল্পকালীন পল্লী চিকিৎসক প্রশিক্ষন কোর্স পরিচালনা করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

Radheshyam Nath (D.M.S – 1 year)

  • Home
  • -
  • Certificates
  • -
  • Radheshyam Nath (D.M.S – 1 year)
Student NameFather’s NameCourse NameG.P.ABrith dateIssue DateReg. No
Radheshyam NathNitay Ranjan NathD.M.S – 1 year3.7012/02/199120/12/2023078217/2023